সুমিত্রা দেবী,
দিনবদলের স্বপ্ন
চোখে আছে স্বপ্নময়
আগামী
তুমি আছো,
আছে আমাদের প্রজন্ম;


যাদের রক্তে হাজার বছরের
সংগ্রাম আর আত্মজয়ের বিশ্বাস
যার পরিচয় বাংলা আর বাঙালি
অথচ ভয় কেনো পাও তুমি!


গান গেয়ে প্রাণ আনি
স্বপ্ন নিয়ে বেঁচে আছে
আমাদের সুন্দর আগামী আর
তুমি কেন ভয় পাও প্রিয়স্বজন!!


হতাশ নয় হতাশা
স্বপ্ন দেখ টুকরো টুকরো স্বপ্ন
যে স্বপ্নগুলোকে জোড়া লাগিয়ে
তুমিও একদিন পুর্ণাঙ্গ স্বপ্ন দেখবে
স্বপ্নই নিয়ে যাবে অন্তত পথে।


তুমিও স্বপ্ন দেখ
আমি না হয় স্বপ্ন পথের
শেষপ্রান্তে অপেক্ষা করব
যার পথ আছে সে নিশ্চয়ই
অসুন্দর পথেরকাঁটা মাড়িয়ে
সোনালী সূর্যের ডাকের
হয়ত অপেক্ষায় ছিলো।



--------__=
সম্পাদনা
১২.০৮.২০২০
ঢাকা