নীলাঞ্জনা  
বাইরে এসো দেখো-
আজ আকাশে চাঁদ কি দারুণ আলো ছড়িয়েছে!


তুমি নেই সেতো ১৪ বছর! আমি একা শুধুই একা।


এখনো রাত জেগে অপেক্ষায় থা সুপূর্ণিমা চাঁদকে দেখি অবলোকন করি তার সৌন্দর্য।


আজ কি তবে আনন্দিত হয়ে চাঁদ আমাদের দুজনের জন্য অন্যরকম আলো দিচ্ছে?
অনুভবে তোমাকে আবিষ্কার করি যদিও!


ভালোবাসা তবে কি ওর জেগে উঠেছে আমাদের জন্য...


অবিনাশী গানে খুঁজে প্রিয়জন
আসে রাত উঠে প্রগাঢ়ভাবে আমাদের ভালোবাসা।


ভালোবাসাযুক্ত ঘামে উঠে আজও কি পরাজিত হবে ভালোবাসার কাছে ভালোবাসা!


জীবনকে উপভোগে যে আলো আজ দিয়ে দিল চাঁদ এসো তাকে আজ বরণ করি ভালোবাসায় সহৃদয়তা অনুভব করে।


তুমি নেই তাতে কি;
তুমিতো আছ হৃদয়ের কাছে
সে না হোক শুধুই অনুভবে।।


-বিক্রমাদিত্য গুপ্ত


♥♥♥
সম্পাদনা
০৪.০৮.২০২০
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়,
লালমনিরহাট।