(প্রিয়কবি সেঁজুতি রহমান'র প্রতি নিবেদন)


আমি অসাধারণ, সেটা তুমি বুঝলে,
আর কেউ বুঝলোনা কবি;
তুমিতো কবি আমাদের চেতনা অগ্নি মশাল
যার আলো নিয়ে বসে অভিজিৎ'র প্রিয়তমা স্ত্রী সুদুর পরদেশে।


তুমিতো কবি
জাগিয়ে রাখো রাতজাগা পাখির মত
এই দেশে,
যেন প্রহরী বেশে দাঁড়িয়ে আছো পুরো দেশময়।


তুমিতো কবি
অনন্ত পথের শেষ পথিক
যার অপেক্ষায় ছিল দেশের মানুষ আর প্রিয়স্বজন।
তুমিতো কবি অবিনাশী গানে এনেছিলে প্রান্তিক কৃষকের নোলক পরা বধুর হাসিমাখা মুখ।


তুমিতো কবি
রাজপথের সাহসী শ্লোগানে প্রদীপ্ত যুবক।
তুমিতো কবি
হাজার বছরের সংগ্রাম আর বাঙালীর নিংড়ানো ক্ষত-বিক্ষতের ফসল আমাদের প্রাণের স্বাধীনতা।


তুমিতো কবি
যারা নগণ্য মানুষ ভেবে মানুষকে অপমান করতো মন্তব্য করে অপমান করতো! সেইসব মানুষের মুখে ছিটিয়ে দিয়েছ ধুধু তোমার কবিতার উচ্চারণে।
তুমিতো আমার মায়ের চোখে জল
যে মা আমাকে একাত্তরে ছাড়িয়েছে প্রিয় সন্তান আর প্রিয়তম স্বামী।


তুমিতো কবি
তারুণ্যের গণজাগরণ মঞ্চ
যারা কাঁপিয়ে ছিল দেশ রাজপথ আর তোমারই চিরতারুণ্যকে জাগিয়ে রেখেছে এখনো প্রিয়তম দেশমাতৃকাকে।


তুমিতো কবি
আমার সমস্ত সুখদুঃখভয় দূর করে দেয়
তোমার কবিতার প্রতিটি শব্দের উচ্চারণ
বিরহী হলেও ভুলিয়ে দেই বড়ো ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে দাও
স্পর্শে অনুভূতিতে।


তুমিতো কবি
আমার সমস্ত রাতের সাহসিক স্বপ্ন
যে স্বপ্ন এখনো মাথা উঁচু করে দাপিয়ে বেড়ায়
সারা মাঠ ফসলি জমি
তেকনাফ থেকে তেতুলিয়া আর
রূপসা থেকে পাথুরিয়া।



...........
সাপটানা সড়ক
বাহাদুর মোড়
লালমনিরহাট-৫৫০০