অনন্ত পথ যদিও একা নই তুমিতো আছো পথের শেষপ্রান্তে অপেক্ষায়, অপেক্ষা স্বপ্ন দেখায় তুমি নিশ্চয়ই সেই অপেক্ষায় রেখেছো।


অবিনাশী প্রেম জাগায় প্রশান্তি নিজের করে উপলব্ধিতে এখানে জুড়েছিলে তোমার দেয়া স্বপ্ন ছুঁয়েছিলো রাত জ্যোৎস্নার প্লাবনে, মুখোরিত প্রেমে পথে নেমেছি নিদারুণ সব কষ্ট ভুলে; দিনের প্রথম সূর্যের আলো গায়ে মেখে অবিরাম সুখ ছুঁয়ে তোমাকে আবিষ্কার করি।


লোপায়িত বিষ্টি ভিজিয়ে দিলে তখনতো সুখ অনুভূত হয়, জয় করে ভালোবাসা পরম বিশ্বাসে; অনন্ত পথ যদিও পথের শেষে তুমিই অপেক্ষায় থাকো জয় করো আপনাকে অবিনাশী সংগ্রামে যখন সত্যিই হয়ে ছুঁয়ে দেও।