ইচ্ছেরা মরে গেলে তখন তোমার উপস্থিতি প্রাণের স্পন্দন জাগাবে কি? ইচ্ছেরা মরে গেলে ভালোবাসাও থাকেনা মনের ভেতর।
তুমিতো অভিমানী কোন কিছু বুঝার আগেই সেজে থাকো অভিমানীনি! ভুল বুঝে দূরে গেলে বেড়ে যায় দূরত্বের দেয়াল তাতে পরাজিত হয় ভালোবাসা বিরহী কাজরি।
চাঁদের জ্যোৎস্নায় ভিজে দেখোনি কখনো তাহলে বুঝবে কি করে জ্যোৎস্নার প্লাবনে কতটুকু ভালোবাসা জড়িয়ে থাকে! অনুযোগ অভিযোগে লুকিয়ে থেকে কতটা সুখ ছুঁয়ে দেখোছো সে হিসেব করতে পারোনি কোনদিন।
কুয়াশা বিষ্টি হলে পুলকিত হয় ঘাস কিন্তু সেসময় মাটিও চুষে নেয় কুয়াশার জল তাতেও ঘাস ঠিকই দেখায় শিশির বিন্দু সূর্যের আভায়।