তুমিতো চাঁদ
কবি ও কবিতার রাজ্যের মহারাণী
যদিও দ্বাদশীর চাঁদ নও!
অবিনাশী কবিতাও নও;
অন্ধকারে মিলিয়ে যেতে চাও?
এসো বাইরে এসো
তাকিয়ে দেখো
এই আকাশ;
একটু চেষ্টা করো নিজেকে আবিস্কারে।


সব আলো মিলিয়ে গেলে পরাজিত হবার ভয় এবং আশংকা থাকে  
ঘিরে যে আছে চারপাশ প্রগাঢ় অন্ধকার;
আলো আঁধারের খেলায়
তুমি জয়ী হও
ভীষণ ভাবে উপলব্ধি করো সৃজনে মননে।


তুমি কবি আর কবিতার সম্মিলিত উচ্চারণ
অবিনশ্বর ভালোবাসায়
যে স্বপ্ন তুমিই দেখতে শিখিয়ে ছিলে।


___________
03.12.2020
লালমনিরহাট পৌরসভা।।