সাম্যের চির আনন্দ উপভোগে তুমিও এসো এই মিছিলে, শান্তির আহবান মুক্তির জন্য চাই মিছিল অন্ন বস্ত্র বাসস্থান এটা মৌলিক অধিকার এ দাবী নিয়ে নেমেছে পথ প্রশান্তি মানুষ যারা যুগিয়েছে খাদ্য ফলিয়ে ফসল রোদ বৃষ্টি মাথায় নিয়ে।
এসো রুখে দাঁড়াই মিছিলে মিছিলে প্রকম্পিত করি আকাশ বাতাস, মুক্তি জন্য চাই আন্দোলন, যারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্ন বিক্রি করে দেয় এসো তাদের বিরুদ্ধে পথে নামি, যারা আরাম আয়েশ করে প্রতিমুহূর্ত উপহাস করে দারিদ্র নিয়ে এসো তাদের  তাদের বিরুদ্ধে পথে নামি।
এসো সাম্যের গানে মেলাই সুর, প্রাণে জাগাই স্পন্দন জয়ী আমাদের হতেই হবে এই সংগ্রামে, মুক্ত চিন্তার মানুষ গুলোকে যারা অন্ধকারে নিমজ্জিত করতে চায় এসো তাদের রুখে দাঁড়াই, সত্য এবং সাম্যে তুমিও মিছিলে এসো, আজ যে সূর্য প্রথম ভোরে রাঙিয়ে দিলো আলোয় তেজোদৃপ্ত হয়ে নিজেকে তৈরি করি সমস্বরে, সংগ্রামই সুন্দর এই সংগ্রাম এনে দেবে সাম্যের চির আনন্দ।