বারে বারে রণে দিয়েছি অনেক রক্ত,
মোরা হতে চাই মুক্ত।
আর কতো থাকবো পরাধীন,
মোরা হতে চাই স্বাধীন।
পাই'না মোরা আর ভয়,
মোরা চাই একটা পরিপূর্ণ বিজয়।
দেহে আছে রক্ত যতো,
ঢেলে দিব রক্ত ততো,
তবুও মোরা হবো মুক্ত।
এতো শোষণ এতো লাঞ্চনা,
মোরা আর সইব না।
এলো স্বাধীনতার ঘোষণা,
বাঙ্গালী পেলো প্রেরণা।
ঝাপিয়ে পড়লো যুদ্ধে,
বীর বাঙ্গালীকে কে রুখবে!!
এতো রক্ত ক্ষয়,
তবুও নাই ভয়,
চাই মোরা বিজয়।
দিল ৩০ লক্ষ শহীদ প্রাণ,
খোয়ালো ২ লক্ষ বীর রাণীদের ইজ্জত।
৯ মাসে হয়েছে অনেক রক্ত ক্ষয়,
তবেই তো ৭১ এর ১৬ ডিসেম্বর মোরা পেলাম এ বিজয়।।