(চালক/শোষকদের কথা)
হেই শুনছোনি সাহেব ভাই,
ঘুষ খাইতে আর মানা নাই!!!
আমাদের আর কোনো ভয় নাই।
যে যেমনে পারি ঘুষ চাই,
ঘুষ ছাড়া কোনো কাজ নাই,
সাধারণ মানুষের আর উপায় নাই,
হয়ে নীরউপায় ঘুষ তো দিতে বাধ্য তারাই।
ঘুষ খাওয়াতে জাতীয় স্বীকৃতি চাই।।
(নিপিরিতদের কথা)
হেই শুনছোনি মিয়া ভাই,
ঘুষ খাওয়াতে বুঝি মানা নাই,
আমাদের আর কোনো স্বহায় নাই।
যে যেমনে পারি অর্থ মিলাই,
ঘুষ ছাড়া পাবোনা কোনো কাজ ভাই,
আমাদের আর কোনো উপায় নাই,
হয়ে নীরউপায় ঘুষ তো দিতে বাধ্য আমরাই।
ঘুষ কেমনে জাতীয় স্বীকৃতি পাবে ভাই!!!
(জাগ্রতচিত্তদের কথা)
হে শুনছোনি বিবেকমান ভাই,
ঘুষ নেওয়া-দেওয়াতে বুঝি বাধাঁ নাই,
আমাদেরও আছে উপায় ভাই।
যে যেমনে পারি রুখে দাঁড়াই,
নিজেদের অধিকার আদায় করে নিব আমরাই,
ঘুষ দিবনা আমরা একপাই,
হয়ে বলিয়ান সমাজটাকে রক্ষা করবো আমরাই।
দেখে নিব চালকেরা কেমনে ঘুষ খায় ভাই।।
ঘুষ সামাজিক ও জাতীয় ব্যাধি ভাই,
চলো সকলে ঐক্যবদ্ধ হয়ে
ঘুষের বিরুদ্ধে রুখে দাঁড়াই।।