স্বল্পভাষী হও,
কিন্তু
প্রতিবাদী হও।
নিরব হয়ে থাকো,
কিন্তু
বিবেক কে জাগ্রত রাখো।
বিচারী হও,
কিন্তু
অবিচার করো না।
সাহসী হও,
কিন্তু
অযথা আঘাত করো না।
কর্তা হও,
কিন্তু
শোষণ করো না।
প্রেমিক/প্রেমিকা হও,
কিন্তু
প্রতারনা করো না।
বিলাসী হও,
কিন্তু
অপচয় করো না।
রাগী হও,
কিন্তু
রগচটা হইয়ো না।
প্রকৃত মানুষ হও,
অন্যায় অবিচার অত্যাচার করো না
কিন্তু।।