চোখে ঝলমলিয়ে ভাসে
তোমার আঙ্গুল ধরে রাস্তায় হাঁটা,
তোমার কাধে চড়ে ঘুড়ে বেড়ানো,
তোমার কোলে বসে রিক্সায় চড়া,
তোমার সাথে খেলা করা।
আমার খেলার সাথি তুমি,
আমার শিক্ষক তুমি,
আমার বাবা তুমি আমার বাবা।
তোমার সততায় আমি মুগ্ধ বাবা,
আমার সাহস তুমি,
আমার প্রেরণা তুমি,
আমার স্বপ্নদ্রষ্টা তুমি,
আমার আদর্শ তুমি,
আমার বাবা তুমি আমার বাবা।
কষ্টে থেকেও বলো ভাল তুমি,
বুকে কষ্ট চেপে হাসো তুমি,
লড়াই করো প্রতিকূলতার সাথে,
আমার বাবা তুমি আমার বাবা।
তোমার পায়ে ছেড়া জুতা হাঁটো রাস্তা দিয়ে,
আমায় পড়াও দামি জুতা চড়াও যান দিয়ে,
তোমার গায়ে ছেড়া শার্ট চলো গরিবের বেশে,
আমায় পড়াও দামি শার্ট চালাও সাহেবের বেশে,
তুমি থাকো গরিবের হালে,
আমায় রাখো করে রাজার ছেলে,
আমার বাবা তুমি আমার বাবা।
আমার গায়ের চাম দিয়ে
বানাইলে তোমার হাঁটার কার্পেট
তোমার ঋণ পরিশোধ করেতে পারবো না বাবা,
সালাম তোমায় বাবা সালাম,
জানাই হাজার সালাম।
আমার দেখা শ্রেষ্ঠ মানুষ তুমি,
আমার দেখা সুপুরুষ,
আমার দেখা রাজা তুমি,
আমার বাবা তুমি আমার বাবা।।