কেন যে কাল হয়ে জন্মে ছিলাম আমি,
পাপে ভরা এ দুনিয়ায়।
আসিতে নাহি চাইছিলাম আমি,
পাপে ভরা এ দুনিয়ায়।
তাই তো জন্মের পর আমি,
অঝর ধারায় কেঁদেছিলাম।
থাকিতে নাহি চাই আমি,
এ দুনিয়ায়।
পাপে রোষ্ট হয়ে পুড়ে গেলাম আমি।
আল্লাহ যদি হয় আমার অন্তরযামী,
পাপ থেকে মুক্ত হব কী আমি??
মুক্তি পেতে চাই আমি,
মুক্তি পেতে চাই আমি,
আল্লাহ আপনি হন না আমার অন্তরযামী।
প্রগাঢ় বিশ্বাসি আমি,
আল্লাহ আপনি হবেন আমার অন্তরযামী।
নামায রোযা করব আমি,
নবীর আদর্শে গরব আমি,
আল্লাহ যদি হন আমার অন্তরযামী।
পাপে ভরা এ দুনিয়ায় থাকিতে নাহি চাই আমি।
নামায রোযা করে আমি,
মুক্তি পেতে চাই আমি,
মরে যেন শান্তি পাই
এই ব্যবস্থা করব আমি।
আল্লাহ যদি হন আমার অন্তরযামী।।