মানবতার ক্ষয় হয়েছে,
শিশু হত্যার রেশ উঠেছে।
হায়না শকুন থাবা মেরেছে,
মানবতা হার মেনেছে।
অপশাসনের জয় হয়েছে,
সঠিক বিচার নাহি হচ্ছে।
শিশু হত্যা বেড়ে গেছে,
দেশমাতৃকা থুমরে গেছে।
ভবিষ্যতকে মেরে পেলছে,
মারছে আপন জনে,
মারছে পিতায়,মারছে মাতায়,মারছে সন্ত্রাসীরা,
কেউ যদি থাকিস পারলে ওদের পিরা।
ওরা আগামীর ভবিষ্যত,ওরা করবে স্বপ্নপূরণ,
হৃদয়ে সয়না শিশুর অপমরণ।
মায়ের কোল ছিল নিরাপদ,
এখন মায়ের কোলও হল আপদ!!
বাবা ছিল শিশুর ছায়া,
সেও মারে কাঁদেনা তার হিঁয়া!!
আরকি থাকে বাকি,
এখন শিশুদের নিরাপদে কেমনে রাকি।
সঠিক আইন করতে হবে,
শিশু হত্যা রুখতে হবে।
বাঁচাতে হবে কলিফুল,
ফোটাতে হবে ভবিষ্যত ফুল।
মিনতি রইল পানে তদের,
রক্ষ করিস শিশুদের।
যেখানে দেখবি শিশু নির্যাতন,
তাদের রক্ষ করিস সর্বক্ষণ॥