সে হেটে চলে যায়,
সকলে হাক দেয় হেতায়।
মানিক বেটা এদিকেতে আয়।
সে কাছে চলে যায়,
সে গিয়ে পায় বুজারও বার,
সে বুজালয় মাথায়।
বুজারও বাড়ে বক্ষ যায় উতরে,
তবুও সে হেটে চলে যায়!!
কি করিবে সে?
তার পেটে রয়েছে যে
এক মহাবড় বাঘ খানা,
সে বাঘে বুজা যে
নামাইতেও দেয় না।
গন্তভ্বে সে হেটে চলে যায়।
মাথারি বুজা সে গন্তভ্বে নামায়।
তাতে কিছু পয়সা সে পায়,
সেই পয়সায় সে খিদা নিবারণ করিতে যে চায়,
তাকি হয় হায়!!
সে সামনে যে পাগল পায়,
তাই দিয়ে দেয় হেতায়।
কারণ!!!
সে মনে মনে ভাবে?
ওই পাগল যে আমার বঊ বাচ্চারি মত না খেয়ে আছে,
কে যানি কদিন যাবত।
সে যে দান বীর,
সে যে বয়ইরী,
সে যে বিদাতার আমূল তৈরি,
সে যে কুলি মানিক রত্ন মানিকেরি মত।
তাই তো আল্লাহর উপর করে নির্বর,
সে হেটে চলে যায়॥