সহেছি হাজার লাঞ্চনা বঞ্চনা,
পেয়েছি আমরা অনেক কষ্ট।
দিয়েছি রণে অনেক রক্ত,
আমাদের হতে হবে আরোকটু শক্ত।
চলনা হাজার তিক্ততা ভুলে,
একে অপরের কাধেঁ হাত তুলে,
যাইনা আমরা সকলে মিলে।
৫২;৭১;লড়েছি,
করেছি আমরা সম্মুখ যুদ্ধ।
যারাই এসেছে করতে শোষন,
করে দিয়েছি তাদের শ্বাসরুদ্ধ।
আমরা হয়ছি অনেকবার
বিবস্ত্র,
তাই তো বাঙ্গালি গর্জে উঠেছে লাখো সহস্ত্র।
আমরা বারবার ধরেছি হাতে অস্ত্র,
হারিয়ে দিয়েছি বারবার ওদের,
যারা এসেছিল করতে বিবস্ত্র আমাদের।
তবুও যে বিকায় মনে,
বারবার যাব রণে,
মাতৃকাকে করে দিব ঠনঠনে।
আমরা সর্বদা রয়েছি শুচ্ছার,
বঙ্গমা তোমায় দিবনা শোষন করতে আর।
চলনা সকলে মিলে,
শপথ করি বুকে হাত তুলে:
সব শক্তি দিয়ে,
সকল সাহসিকতা নিয়ে,
এই বাংলাদেশের সকল দুর্যোগে,
পরব আমরা ঝাঁপিয়ে;
তবে যদি মরণ আসে
যাবনা আমরা এক পা পিছিয়ে।
এ শপথ করে লই;
যাতে পিছ পা না হই,
চল শক্ত হই,চল শক্ত হই।