আমারি জন্মে র্নিরবাক মূলপত্র,
আমি সুন্দর মহীতির এক কালপুত্র।
আমি অবয় লিলায় পাহিয়াছি এক নতুন খেলা,
যে খেলায় শচিয়ানো হবে সারাটা বেলা।
আমি কেন যে হয়েছিলাম
বড়পুত্র সন্তান মাতাপিতার,
তাই তো মনে বাজে কষ্টের গিঠার।
বারবার উপচে পরে তাদের বাড়,
নেহায়েত এটা কি কোনো কারবার!!
যে সময়টা ছিল লেখাপড়ার,
সে সময়টায় পরে কাজের বাড়।
তবোও চারিনি হাল,
লেখাপড়া করছি একটু একটু আজকাল।
বোঝাতে হয় ছোট ভাইকে,
যাস না খারাপ পথে,
কেউ তকে দিতে পারে বকে।
যদি ছোট ভাইকে তা বোঝাতে হয়,
নিজেকে সংক্ষির্ণ করে রাকতে হয়,
না জানি সে কখন প্রতুত্তর করে বয়।
আমি চরান্তের চাপ নিয়ে,
বুকে হাজার জ্বালা কষ্ট নিয়ে,
বেচেঁ আছি অময়ে।
তুই জানতে চাইছিলিনা,
আমি ভাল আছি কি না।
আমি জানি না,
ফোটিয়ে তুলতে পেরেছি কিনা,
হৃদয়ে যে বাজচ্ছে কষ্টের বিণা।
উপরেরটা পড়ে একটু অনুভব করিস,
আমি ভাল আছি কি না॥