দেহের ভিতরে বইছে এক নতুন হাওয়া,
দেহের ভিতরের মনকে করছে ধাওয়া।
সে হাওয়া যোগাচ্ছে অনুপ্রেরণা,
মনে জাগাচ্ছে নতুন বাসনা।
ধাওয়াতে ধাওয়াতে মনকে নিয়ে গেছে,
এক কিনার ঘেষে।
স্তব্দ ক্লান্ত হয়ে দাড়িয়েছে মন এক পাশে,
আর ভাবছে কেউ যদি একজন দাড়াত আমার পাশে,
সেই ক্লান্তি আর ভয় দূরে হয়ে যেত তারি রেশে।
মন যে পাশে দাড়িয়েছে সে পাশেই থাকবে বসে,
কোন এক সময় যদি সে আসে।
নেহায়েত তা যাবেনা বৃথা,
উপরে আছেন সৃষ্টিকর্তা।
তিনি হবেন আমার সহায়,
প্রমনি কে জানাবেন,
আমার জল কথা,
আমি যে বড় একা,
আমি যে বড় একা॥