১৪ই ফেব্রুয়ারীর ভোর ছোঁবো, তাই
রাতের অন্ধকার খেতে খেতে গলা শুকিয়ে তারার দিকে হাত নাড়িয়ে নিকটতা চাই। আজ দূরত্ব নেই।
আকাশ পানে চেয়ে চেয়ে আজকের রাতে রাতদুপুরের ছুটি চাই। আজ দীর্ঘতা নেই।
তোমাকে চোখের আড়ালে রেখে ঘুমচোখে অশ্রু জড়াই। আজ ঘুম নেই।
ছায়ার অনুরোধে তপ্ত দুপুর রোদ ফেলেছে অন্য গ্রহে। আজ রোদ নেই।
সন্ধ্যার হাঁসেদের ভেজা পায়ের চিহ্ন শুকিয়েছে বিকেলের মৃদু তাপে। আজ শীতলতা নেই।
ভয়ঙ্কর নিরবতার সন্ধ্যা ডুবেছে গাঢ় কালো রাতে। আজ ভয় নেই।
বসন্তের আগমনে জানালায় বাতাস আসে কচ্ছপ গতিতে। আজ ক্লান্তি নেই।


ভোরের আলোতে অশ্বত্থের ডালের দোল দেখে দেখে আমি আনন্দে ভালোবাসার ভোর ছোঁবো।
তারপর আমি আগুনে আঙ্গুল দেবো।
স্পর্শ অমর হলে বেঁচে থাকার প্রয়োজন নেই।
স্পর্শের লোভ পুড়ে যাক।


    
উৎসর্গঃ
ভালোবাসা দিবস উপলক্ষে আমার প্রাণপ্রিয় স্ত্রী "সুমিত্রা" কে।