যারে আপনার আপন জানি,
মন মন্দিরে ধরি,
বেলা শেষে দীর্ঘশ্বাসে উষ্ণ চারিপাশ।


সহজ সরল সৎ দেখি,
নির্ভীক নিরুদ্বেগ থাকি,
চোখের ভাষা ইশারায় আছড়ায় উপহাস।


সমস্যা সংকটে সম্ভল মানি,
আস্থার আশ্রয়ে ঢুকি,
পরজীবী ভাবে তাই জুটে পরিহাস।


সখা, সুহৃদ, শুভার্থী আমারি,
বন্ধন ফ্রেমে কাছাকাছি,
তবুও আলোকবর্ষ দূরত্ব অন্তরের আন্দাজ।


প্রতিবেশ, প্রতিবেশী জীবৎকালবদি,
শ্বাসে-শ্বাসে মাখামাখি দিগন্তব্যাপী,
ষোলকলা ফাঁকির আশ্বাস পরদেশে পরবাস।