আমার বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলি
আলতো পরশে চেপে ধরে, চল যখন অভিসারে,
অশেষ পথ, অচেনা অজানা গন্তব্য,
অনুরাগে মনে হয় দরজা হতে পুকুর ঘাট পর্যন্ত।


ফাগুনমাস উতলা বাতাস
তোমার চুলে আভাস কেটে সুগন্ধে উদাস,
পলাশ শিমুল কৃষ্ণচূড়া সে গন্ধ হৃদয়ে মাখে।
ভ্রমর ফুলে ফুলে মাতোয়ারা বিনা নিমন্ত্রণে।


বর্ষার উপচে পড়া জলে চারিদিক একাকার,
শাপলা-শালুকের বিলে তোমার আমার অভিসার।
আমার পানে তোমার ছুড়ে দেয়া ছিটেফোঁটা জল,
তপ্ত বাতাস খামচে ধরে।
তবেই বাতাস শীতলতা খুঁজে পায়।
তবেই বাতাস মৃদু হতে পারে।


শরতের পথে-মাঠে সবুজ ঘাসের শিশিরবিন্দু,
তোমার রাঙা চরণতল রাঙাতে চায় দ্বিতীয়বার।
সেই কবে এদের পূর্বসূরি রাঙিয়েছিল,
সে কাহিনী নীলাকাশের সাদা তুলো মেঘের মুখে শুনেছে বারংবার।
আসছে শরতে অভিসারে তোমার রাঙা চরণে শিশিরের আনন্দ দেখব।