কোয়াশা ভেজা গ্লাসের মতো চোখের দৃষ্টি ঝাপসা দেখায় কিছুটা দূরত্ব অতিক্রমে,
খুব সহজেই দৃষ্টির গতি থমকে দাঁড়ায় বস্তুর উপস্থিতিতে।


সমুদ্রতটে বিকেলে দাঁড়ালে দেখতে পাই-
অস্তমিত সূর্য ডুবে সমুদ্র জলে,
মরুর আকাশের সূর্য ডুবে বালুর কঙ্কালে।


চারিদিকে সমাহার, যৌবনা ফাল্গুনে পাতায় সবুজ,
ভ্রমরে গুনগুন আর ফুলে ফুলে লাল।
কালক্রমে ঝরা লগনে দেখি ফ্যাঁকাসে ও উলঙ্গ শাখা-ডাল।


গগনে যখন চাঁদ পূর্ণিমাতিথিতে,
আবেগে হাত প্রেমিকার হাতে,
অথচ অমাবস্যায় প্রেত আত্মার ভয় ভয়ংকর নিশিতে!


সকলক্ষেত্রে আর যা-ই ঘটুক-
কিঞ্চিৎ, আংশিক অথবা পুরোপুরি,
অন্ততপক্ষে বাবা হবার অনুভূতিতে মরিচা ধরেনা কখনো।



রচনাকালঃ
২২/১১/২১


উৎসর্গঃ
আমার ছেলে রক্তিম কে। ২২/১১/২১ তারিখ ছিল তার ২য় জন্মদিন।