বাবা মানে সুইতলা মল্লিকপুরের বটগাছ।
বাবা মানে গাছের উপরের আকাশ।
বাবা মানে পাহাড়ের উপরের আকাশ।
বাবা মানে মাথার উপরের আকাশ।


বাবা মানে মাথার করোটি।
বাবা মানে শিকড়ের মাটি।
বাবা মানে পায়ের নিচের মাটি।


বাবা মানে শুভ্রাংশুর শুভ্রতা।
বাবা মানে চারিপাশে আলো আসার নিশ্চয়তা।
বাবা মানে বাস্তবতার দুর্গম যাত্রায় নির্ভীকতা।


বাবা মানে দুই বর্ণের বিশাল চরাচর।
বাবা মানে নদীকূল সমুদ্রতীর।
বাবা মানে ডুবুডুবু তরীতে সন্তরণ বীর।


বাবা মানে রোদ-বৃষ্টির ছাতা।
বাবা মানে শীতে উষ্ণতা।
বাবা মানে গ্রীষ্মে শীতলতা।


বাবা মানে খাটের উপরে তুলতুলে শয্যা।
বাবা মানে বিছানায় শিমুলভরা শিরোধান।
বাবা মানে বিলাসী বিকেলে অলস তন্দ্রা।
বাবা মানে রাতে নির্বিঘ্ন ঘুমের মহৌষধ।


বাবা মানে আগামী নির্মাণে একবুক বল।
বাবা মানে তীব্র দাবদাহে এক গ্লাস জল।
বাবা মানে হাজারো মুখোশের ভীরে একটি মুখ।
বাবা মানে হাজারো দুঃখের মেলায় একমাত্র সুখ।


বাবা মানে অভিন্ন ক্ষুধার ভিন্নতর ভোজের যোগান।
বাবা মানে সংসারে খাদ্যাদি তৈরির অফুরান উনুন।
বাবা মানে সোনালি শস্যের বারমাসি উর্বর জমিন।


বাবা মানে তর্জনী স্পর্শে প্রথম পদক্ষেপের পুলক।
বাবা মানে চওড়া কাঁধে হাস্যোজ্জ্বল শৈশব।
বাবা মানে খুশগল্পে সকাল বিকাল উৎসব।



প্রকাশকালঃ
৯ অক্টোবর, ২০২১।