১।


আমার কণ্ঠে চ্যানেল এয়ারলিংকের মতো কর্কশ সাউন্ড নেই, তবে কেন আমার কথা বসন্তকালেও তোমার ভালো লাগে না?
কোকিলের কুহুকণ্ঠ ভালো লাগে,
তবে কেন আমার বেলায় রূপ খোঁজ?


২।


বছরের এক-ষষ্ঠাংশ সময় বসন্ত।
মানুষ বছরব্যাপী প্রেমিক নয়, খণ্ডিত প্রেমিক।
বসন্ত চলে গেলেই মানুষ দুর্বৃত্ত হয়ে যায়।


৩।


আমার অধরা অভিলাষ বসন্ত লগনে বলশালী।
আমার বিচ্ছিন্ন সত্তা বসন্তের আগমন পথে অভ্যর্থনাকারী।


৪। বাউন্ডারি।


বসন্তমাসে মধুর আশে কোপায় ফুল পড়ানোকে অপেক্ষা বলে না।


৫।


বসন্তকালে গাছের শুকনো ডাল, ঝরাপাতার পানে অগোচর দৃষ্টিকে বড্ড অবহেলা বলে।


৬। বাউন্ডারি।


বসন্তে শিমুল বাগানের বাতাস মুঠো মুঠো এনে ঝড় তুলি, তোমার চুল অগোছালো করি।