নিজেকে নিজেই পারিনা চিনিতে হায়!
অপরে চিনিবে আমায় নাই কোনো উপায়।


বাহির সাদা কয় কালো কয় কথায় কথায়,
অন্তরের রঙ অন্য মুখে কেমনে বাতলায়।


আমি ভালো বা মন্দ তা প্রকাশে নয়,
মানুষ ভালো কিংবা মন্দ হয় গোপনীয়তায়।


সবাই ভুলে, ভুলে যেতে হবে,
অপরকে মনে রাখার ভান কেন ধরবে?


দিয়েছি যা পেয়ে সুখী অন্য,
গ্রহণে মোর চিত্ত হয় ধন্য যেন বন্য।


আজ বাঁচা কাল মরা সর্বদা অনিশ্চয়তা,
আমার আমার করে সময় বহে মিছে ব্যস্ততা।


ভোগ আর রোগ কলির যুগের সারাংশ,
মানবের আয়ু যেন ফুলের মতো কালাংশ।