আমায় ক্লান্ত করে সময়,
উন্মাদের মতো লাল চোখে পেছন পেছন চেয়ে রয়।
বুঝতে পারি আমার আর কোনো মুহূর্ত নেই।
ওইতো, একটু সামনেই অন্তিম সুযোগ।
রসালো ভোগের আশায়,
সবকটি খাবার খাবলায়ে খাব বলে,
জোরে কদম চালি। ক্লান্তি দিয়ে ক্লান্তি ডাকি।
অন্য কোনো ক্ষুধাতুর এ সুযোগ কুড়িয়ে নিলে,
দায়ভার কে নিবে?
সময় আমাকে তাড়া দেয়।
আমি আমাকে নাড়া দেই।


আয়ু আকাশ সম হলে, আমার এতো তাড়া থাকতো না।
এতো ক্লান্তি জড়ো হতোনা।


আমি অবুঝ।
আমার বুঝ অস্থিচর্মসার। ক্ষীণকায়।
আমি লোভী।
আমার লোভ জিহ্বার ডগায়। লালায়।
চেয়েছি প্রসন্ন প্রহর দিয়ে লৌহ চৌকাঠ রাঙাতে।
এদিকে বিষন্ন প্রহর কর্কশ শব্দে কড়া নাড়ে
মধ্য দুপুরে। প্রিয় ঘুম ভোরে।
বিলাসী বিকেলে। চায়ের সকালে।
কোকিলের স্বরে। বাবুইয়ের অধরে।
ফাল্গুনী আলোতে। ঘুমন্ত চোখের পাতাতে।


আয়ু আকাশ সম হলে, আমার এতো কষ্ট থাকতো না।
আমার অভিমান, অভিযোগ, প্রতিশোধের নেশা, প্রণয় হাজারো বছর বেঁচে থাকতে পারতো।