যদি মুক্তি চাও,
যদি স্বাধীনতা চাও,
আমাদের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ গাও।
হবেই হবে বিস্ময়কর গণজাগরণ।
চলনে-বলনে-শ্রবণে,
জাগরণে-শয়নে-স্বপনে,
দর্শনে-গ্রহণে-দানে,
আসবে মুক্তি, আসবে স্বাধীনতা।


স্বাধীনতা অর্জনে একটা কন্ঠ লাগে,
বজ্রকন্ঠ ভাষণে মুজিবের মতো দরাজ কন্ঠ।
মুজিবের কন্ঠ মানে মুজিবের হৃদয়।
মুজিবের হৃদয় মানে ১৮ মিনিটের বাংলাদেশ।


ভাষণ ঠোঁটস্থ-মুখস্থ করা যায়,
কিন্তু মুজিবের হৃদয় পাবে কোথায়?
তাহলে উপায়?
উপায় একটাই, মুজিবকেই আসতে হবে।


স্বাধীনতা অর্জনে বেশি কিছু দরকার নেই।
স্বাধীনতা অর্জনে একজন মুজিব লাগে।
মুজিবের হৃদয় লাগে।
তবেই আসে স্বাধীনতা,
স্বাধীন হয় দেশ,
মুক্তির স্বাদ পায় মানুষ।