তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
ঝর্ণার স্রোতধারা অবিরাম ঝরে,
সমুদ্রের গভীরতা মাটি স্পর্শ করে।


তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
পুকুর জলে কলমিলতা-তরঙ্গ খেলায় মেতে ওঠে,
মরুর বুক ছিড়ে অঙ্কুরিত বীজের ঘোর বিস্ময় কাটে।


তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
যোজন যোজন দূরত্ব দুয়ারে এসে দাঁড়ায়,
পাহাড়ের বনফুল নিঃসঙ্গতায় প্রাণ ফিরে পায়।


তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
আকাশের তুলতুলে নীলিমায় বিন্দু বিন্দু রস জমে,
বিরহকাতর সমীরণ আষাঢ়-শ্রাবণে মজে সহচর প্রেমে।


তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
বছরভর ফুটার তরে শিরীষ-শিমুল করে কথোপকথন,
কোকিল রাতবিরেতে কাটাছেঁড়ায় শোধন করে কুজন।


তোমার মুখের ডাকাতিয়া কলহাস্য শুনে-
রৌদ্রদগ্ধ পথের বুকে আমি পায়চারী করি নির্বিঘ্নে।