মানুষ করোনায় লকডাউনে বন্দী
বাড়ি-ঘর-বাসায় বেঁচে থাকার ভরসায়।


বিশ্বায়ন বিচ্ছিন্ন অদ্ভুত অজানায়,
সদ্য সামাজিক দূরত্ব বজায়।


দলে দলে গবেষক আলোচনায়-গবেষণায়,
প্রতিষেধকই বাঁচার উপায়।


উনিশ অব্দের বিষ নতুন নতুন শব্দ-নিয়ম দেখায়-শেখায়,
স্কুল-কলেজের ক্লাস মোবাইল-টিভি'র পর্দায়।


ত্রাণ বিতরণ ক্ষুধার্তে, তহবিল গঠন চিকিৎসায়,
ঘাটে-বাটে-গেটে মানব মানবিক সেবায়।


অবরুদ্ধ জল-স্থল-শূন্য-সীমান্ত-সড়ক-লোকালয়,
প্রাণঘাতী অণুজীবে আক্রান্তের ভয়।


বিশ্ব জুড়ে বিশদভাবে সংবাদে-সংবাদপত্রে,
টকশোর আলোচনায়,
প্রতিকার-প্রতিরোধ দফায়-সচেতনতায়।


নিষেধ হলো বুকে-বুকে কোলাকুলি।
হাতে-হাতে ধরাধরি।
খোলামেলা হাঁচি-কাশি।
নিষেধই আশীর্বাদ মৃত্যু ঝুঁকি এড়ায়।


নির্জন হলো মন্দির-মসজিদ-গীর্জা নিষেধাজ্ঞায়।
ফুটে-গজে মাপামাপি অমঙ্গল নিকটতায়।