তোমরা থাকো সুখে


মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির


জ্বালাও পোড়াও গরীব মারো
তোমরা থাকো সুখে,
আমজনতার সাধ্য আছে
তোমাদেরকে রুখে?


আগুন জ্বালাও মানুষ মারো
জানি তোমরা কারা,
রাজনীতিতে নাম দিয়েছো
নিশ্চয় হবে তারা।


তারা বলতে সব বলছি না
কিছু নেশাখোরে,
ভালো নেতার নাম ভাঙিয়ে
হাওয়ারবেগে উড়ে।


কোন দলের লোক তা বলবো না
সময় বলে দেবে,
দেখবে সময় ঠিকই একদিন
জায়গা মত নেবে।


আমরা গিয়ে মিছিল করি
আমরা বানাই নেতা,
তোমরা ঠিকই ভালো থাকো
আমাদের দাও ব্যথা।


মানবসেবার লক্ষ্য নিয়ে
রাজনীতি যাও করে,
বেঁচে রবে অনন্তকাল
যদিও যাও মরে ।