চলে গেছো সেই কবে ইন্দ্রিরা
কিসের প্রতীক্ষা আমার,
তুমি চলে গেছো সেই কবে,
ফিরবে না আর কোনোদিন,
তবুও কিসের প্রতীক্ষা আমার ?
দিনগুলো পার হয়ে যায় একেলা, আশাহীন ।

তোমাকে ভুলে থাকতে চাই বলে নিজেকে ব্যস্ত রাখি কাজের মাঝে, বিশ্রাম হীন ।
তুমি হীন জীবনের কষ্ট ভুলে থাকার জন্য,
নিজের উপর চাপিয়ে দিয়েছি কর্মব্যস্ততার পাহাড় সমান বোঝা ।
তারপরেও কি ভুলতে পেরেছি তোমাকে ?
কেন জীবনটাকে এখনো অর্থহীন মনে হয় ?
কেন তোমার স্মৃতি কাদায় আমাকে প্রতিটি মুহূর্ত ?
কেন তোমার উপর অভিমান করে
আজো আমি বয়ে চলেছি কষ্টকর এক জীবনের বোঝা ?
গভীর রাতে ফিরে আসি শূন্য ঘরে, কাটিয়ে দেই নির্ঘুম রাত ।
নিকষ কালো রাতের নিঃসঙ্গতা আমার উপর হামলে পরে হিংস্র এক জন্তুর মতো ।
তার ধারালো থাবায় ক্ষতবিক্ষত হতে থাকি আমি ।
যন্ত্রণায় আর্তনাদ করে উঠি, কেউ শুনতে পায়না আমার সেই চীৎকার ।
নিজের ভেতরেই যন্ত্রণায় কুঁকড়ে যাই আমি, কেউ দেখতে পায় না ।
তবুও প্রতীক্ষা করি রাত পোহাবার, প্রতীক্ষা করি নতুন এক ভোরের ।
যদিও সেই ভোর আমার জন্য নতুন কোন স্বপ্ন বা আশার বারতা বয়ে আনে না ।
শুরু করি আরেকটি হতাশা পূর্ণ নিরানন্দ দিন ।
তবুও প্রতীক্ষা করি দিনের শেষে নিঃসঙ্গ রাতের সেই হিংস্র দানবের ধারালো নখরের নিচে নিজেকে সপে দেয়ার জন্য ।
তবুও ভুলতে পারিনা তোমাকে, কারণ তোমার চলে যাওয়ার কষ্ট যে এর চেয়েও হাজার গুন বেশী ।