যে পুরুষ গুলো নিজেকে বীরপুরুষ ভেবে নারীর উপর হাত তোলেন, নির্যাতন,ধর্ষণ... চালান পশুজীব হয়ে, নিকৃষ্ট প্রাণী হয়ে...। খেয়াল করুন প্রকৃত জ্ঞান দিয়ে, একদিন কিন্তু সেই নারীর কারণেই পৃথিবীর আলোকিত মুখ দেখে ছিলেন, এবং পুরোপুরিভাবেই আপনার দেহের অবদানকৃত। তবে কেন এমন আচরণ নারীর প্রতি? কেন এমন বর্বরতা পুরুষের মাঝে ? নারীর গর্ভপাতের দশ মাসের রক্তের দাম দেয়া যাবে? মায়ের দুধের মূল্য দেবার মত পৃথিবীতে এমন কিছু আছে কি? নিজেকে তো বাবা হিসেবে বড় উচ্চকন্ঠেই দাবীদার করি পুরুষরা ! নারীকে সবকিছুর অধিকার থেকে হস্তক্ষেপ করে রাখাটা কি খুব গর্ববোধের পরিচয় পুরুষদের ? আমি মনে করি না এমন বর্বরতা বিধান গুলো কোনভাবেই প্রযোজ্য হোক সমাজে । তবে এই পুরুষ গুলো আর যাই-ই হোক। আমার কাছে বীরের আওতায় পড়েনা কোন ভাবেই, বাস্তবতা আর ইতিহাস ঘেটে। পুরুষ গুলো যুগযুগ ধরে সভ্যতার ধারেকাছে আসতে পারেনি এখনও। অথচ সভ্যতার সব রীতিনীতি পুরুষেরই তৈরী ! এগুলো ভুল বিধান, প্রমাণিত হয় পুরুষের মনুষ্যেতের আচরণ ও অভ্যতার কাছে...
এবং পৃথিবীতে সবচেয়ে বিকৃতমস্তিষ্কের আরেক নাম হচ্ছে পুরুষ বলে নিজেকে বড় ভাবাটা । পুরুষ পৃথিবীর লজ্জাহীন প্রাণী, এইটা চারদিক থাকালেই অনুমান করা যায় । ৯০%পুরুষই নারীর চোখে, চোখ রাখলে কামের ইচ্ছাসুখ জেগে উঠে... সত্য অপ্রিয় হবে, অথচ এইটাই বাস্তবতার রুপ পুরুষদের !!