সময় বড্ড নিষ্টুর
নিয়তির বিধানের বেড়াজালে!
কত যে আশার বাগান পরে থাকে এই ধরণীর বুকে
তা শুধু হৃদয়ের গহীেনই জানে।
মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয় সময়ের সাথে ছুটে চলি
হৃদয়ের সবটুকু স্নিগ্ধ মাধুরী ঢেলে,
কোন রঙ্গিন মুক্ত দূর আকাশে...
তবে কেন বিমূর্ত সময় গুলো রাগে অনুরাগে ছুটে চলে ?
একরাশ স্নিগ্ধতার স্বপ্নালু স্বপ্নের অচেনা, দূর থেকে দূর প্রান্তরে।
সময় বড্ড নিষ্টুর
নিয়তির বিধানের বেড়াজালে
একদিন ঠিকি ভেঙ্গে দেব,
নিয়তির সেই অহংকারী সমস্ত বিধানের দেয়াল ।
সেইদিন রাঙিয়ে নেব, রঙ্গিন রঙ্গ তুলিতে হৃদাকাশ
পিপাসিত থাকবে না আর এই ধরণীতে,
বিহঙ্গিনী ডানা গুলো মেলে দেব, সোনালি তেপান্তরে।
অন্দরে মেলে যাবে ময়ূর পেখম, ধরণীতে থাকবেনা কোন নিষ্টুর কারণতা।


নয়ন ডাকু-----