দরবেশ বিষয়ক
<<<<<<>>>>>>
নাই কোন পিছুটান
ঘর কণে পোলাপান
স্বাধীনতা পুরোপুরি
মনমতো ঘোরাঘুরি
করে দিন যায় বেশ
কিছু লোক বলে তাই
আমি নাকি দরবেশ!


               মুখে নাই গোঁফ দাড়ি
               ক্লিনসেভ রোজ সারি
               থাকি খুব ফিটফাট
               প্রয়োজনে চোটপাট
               করে ফিতা নিতে চাই
               শেষমেশ ধরা খাই
               তবু নাই লাজ লেশ
               কিছু লোক তবু বলে
               আমি নাকি দরবেশ!


নিপীড়িত জনতার
ভেজাচোখ হাহাকার
দেখে আমি ছুটে যাই
যত সেবা দিতে চাই
ঝেড়ে ফেলে কায়ক্লেশ
তাই বুঝি বলে ওরা
আমি নাকি  দরবেশ!

                যেথা ঘুষ অনিয়ম
                সেথা আমি তার যম
                যমরূপে নাই হীত
                হয় তাতে বিপরীত
                বেড়ে যায় দুর্ভোগ
                আসে নানা অভিযোগ
                তার সাথে থাকে শ্লেষ
                তবু ওরা বলে কেন
                আমি নাকি দরবেশ!


মাঝে মাঝে ভাবে থাকি
মনে মনে প্ল্যান আঁকি
শাক দিয়ে মাছ ঢাকি
তালগাছ নিজে রাখি!
পেয়ে গেলে অডিয়েন্স
লোপ পায় সব সেন্স
মুখে শুধু ফেনা তুলি
ক্ষণ জ্ঞান যাই ভুলি
ভাবি আমি মহা হিরো
আমি ছাড়া সব জিরো
খুঁজে দেখি অবশেষ
এ কারণে বলে ওরা
আমি এক দরবেশ!!