♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣


আমি একটা ভদ্র পোলা এটাই নাকি দোষ
আমার ভিতর আছে যেনো মস্ত গালিকোষ!
বাল্য থেকে আজ অবধি শেখা যত গালি
যত্ন করে সেসব আমি গালিকোষে পালি!
আজকে আমি গালিগুলো উগরে দিতে চাই
পরিস্থিতি বিবেচনায় লজ্জা ও ভয় নাই!


ইচ্ছে করে বড়মাঠে জনসভা ডেকে
মাইক লাগিয়ে গালিভাষণ দেব থেকে থেকে!
কিন্তু এখন জনসভা ডাকায় আছে বাধা
নিয়ম মেনে ঘরে বসেই গালি দেবো দাদা!


কাদের গালি কেন গালি এখনো সংশয়!
ত্রাণ চোরাদের দেবো গালি শুনুন মহাশয়!
ত্রাণ পায়না গরিব-দুঃখী, দুস্থ-অসহায়
হেসেখেলে তাদের পাওনা চোরা মেরে খায়!
চোরা ওরা সাধু সেজে থাকে সবার পাশে
মায়া কান্না ওরা নাকি গরিব ভালোবাসে!


আপনারাও দেবেন গালি মনের ইচ্ছেমত
প্রাচীন-মধ্য- হাল আমলের গালি আছে যত!
আপনি যদি নাদেন গালি ভদ্র আপনি নন
প্লিজ, কোষে করুন জমা গালি অগণন!


গালি শেষে সবাই মিলে দেবো একটি রায়
বাপের জন্মে চোরা যেন চুরি ভুলে যায়!
একটি তামার মুদ্রা নিয়ে খোদাই করি চোর
অগ্নিকুন্ডে মুদ্রাটিকে গরম করি জোর!
সেই মুদ্রায় ত্রাণ চোরাদের কপালে দেই ছ্যাঁকা
জীবনব্যাপী 'চোর' কথাটি কপালে থাক্ লেখা!


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣