হাতির মহাপ্রয়াণ
*****************************
হঠাৎ নাকি মেলার হাতি
পথে গেল মারা
এই খবরে উঠলো জেগে
গ্রাম-মহল্লা-পাড়া।


কেমন করে মরল হাতি
এত্ত  বড় প্রাণী!
মানুষ যাকে কলুর বলদ
বানিয়ে টানায় ঘানি!


ছিল কি তার? হৃদকম্প
কিংবা  রক্তক্ষরণ
নাকি পথে আছাড় খেয়ে
হল তাহার মরণ!


কেহ বলে বার্ধক্য
তার মৃত্যুর কারণ
এই কথাটা জানে হাতির
ঘরের আপনজন!


বলছে কেহ হাতি বোধোয়
প্রেমে খেয়ে ছ্যাকা
ইচ্ছে করেই খুঁজে নিলো
পরলোকের দেখা!


চলছে নানান গবেষণা
মরার কারণ ঘিরে
এই কথাতো চিরসত্য
আসবেনা সে ফিরে!


জ্যোতিষী এক বলেন শেষে
সবার কথা শুনে
জানতে পারি আমি হাতির
পায়ের রেখা গুনে!


বাংলাতে যে প্রবাদ আছে
লক্ষ টাকা হাতি
হোক সে মরা কিংবা তাহার
থাকুক জীবন বাতি!


এই কথাটা বুঝলো যখন
তখন থেকেই রোগ
এরই সাথে হাতির মনে
ব্যথা হলো যোগ!


প্রাচীন গেলো মধ্য গেলো
চলছে মডার্ন যুগ
হাতির মূল্য থাকলো একই
এ কেমন হুজুগ!


দামের ভারে গর্ব করে
পিপড়া-মশা-মাছি
হাতির সাথে জ্ঞানী-গুণী
খেলেন কানামাছি!


দাম বাড়েনা কানা পয়সা
লক্ষ টাকায় বাঁধা
এই দুঃখে হাতির বদল
মরবে কি ভাই গাধা!


হাতির মনে এই যাতনা
সকাল-দুপুর-রাতি
সুযোগ বুঝে দেহত্যাগ
করল দুঃখী হাতি!
--------------------------------------------