>>>>>>>>>>>>>>>>>>>>>>


অবশেষে কাঁঠাল ফলের লিঙ্গ নির্ধারণে
পশু-পাখির উত্তেজনা ছড়িয়ে গেল বনে!


স্ত্রী না পুংলিঙ্গ! ছুটছে কথার তোর
তর্ক করে যাচ্ছে কেটে দিন-রাত্রি-ভোর!


কেউ মানেনা কারো কথা মিলেনা একমতে
পারেনা কেউ আনতে তাদের সমাধানের পথে!


বনের রাজা সিংহ শেষে ধমকে বলে থামো
হল্লাচিল্লা করে সবাই মিছে কেন ঘামো!


জানো সবাই শিয়াল মামা ভীষণ বুদ্ধিমান
এক নিমেষে করে দেবে তর্কের সমাধান!


পূর্বথেকেই এক বানরের শিয়াল চক্ষুশূল
যেমন করেই হোক আজকে ধরবে তাহার ভুল!


শিয়াল মামার কাছে গিয়ে বলল সবই খুলে
চক্ষু মুদে শিয়াল মামা ভাবলো মাথা দুলে-


বলল, কাঁঠাল পুংলিঙ্গ আছে তাহার বিচি
ছোট্ট বিষয় নিয়ে কেন তর্ক মিছামিছি!


শিয়াল মামার কথায় সবে দিল জয়ধ্বনি
আইনের কথা বলে দিলেন জ্ঞানের চূড়ামণি!


তড়াক করে খেকি বানর বলল জোর গলায়
আমি ভায়া মানতে নারাজ শিয়াল মামার রায়!


বাকি সবাই বলল আমরা মানছি যখন সবে
আর একটি কথাও নয় তোকেও মানতে হবে!


বনের রাজা মেনে নিলে তাহাই জানিস আইন
এরপরেও বললে কথা গুনতে হবে ফাইন!


বলল বানর আচ্ছা তবে শেষ প্রশ্ন করি
প্রশ্ন শুনে শিয়াল মামা যাবেই গড়াগড়ি!


শুনে শিয়াল বলল রেগে ওরে বেকুব বানর
গড়াগড়ি যাব কিনা প্রশ্ন আগে কর্!


কাঁঠাল না হয় পুংলিঙ্গ মেনে নিলাম আমি
আইনের কী লিঙ্গ বলো? প্রশ্ন কেমন দামি!


শিয়াল মামা রেগে আগুন দুষ্টু বানর শোন্
আইন হলো স্ত্রী লিঙ্গ! জানেন বোদ্ধাগণ!
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ।