******************


   হামরাগুলা গরিব বুলি
   সগায় হামাক ঘুতান
   দুপুর অইদোত দাঁড় করেয়া
   পারলে কালে জুতান!


   পান থাকি চুন খইসেনা ত্যাও
   ধরেন হামার দোষ
   তোমরাগুলা এতিম ছাওয়াক
   বানান নন্দঘোষ!


   নন্দঘোষের মন্দ কপাল
   যতই করুক ভাল্
   তোমরাগুলা ছিঁড়ির নাপান
   গৌরীসেনের........!!


*******************


(আমাদের লোকভাষায় লেখা। দু-একটি শব্দের অর্থ লেখার প্রয়োজন মনে করছি।
হামরাগুলা--আমরা। বুলি-- তাই/দেখে।
সগায়--সবাই। হামাক--আমাদের।
ঘুতান--গুতোগুতি করেন। অইদোত--রৌদ্রে।
করেয়া--করিয়ে। ত্যাও--তবুও। ভাল্--ভালো।
ছিঁড়ির নাপান--ছিঁড়তে পারেন না।)।


(সাধারণত সহজ-সরল, গরীব মানুষের ভালো কাজও ভালো বলে সমাজপতিগণ বা কর্ত্তৃপক্ষ মেনে নিতে চান না। অনেক সময় দোষ না করলেও উল্টো তাদের ঘাড়ে দোষ চাপানো হয়। অপরদিকে যারা বিত্তবান, ক্ষমতাশালী তাদের অন্যায়-অপরাধে সবাই মুখে কুলুপ এটে রাখে এবং টিকির নাগালও পায়না)।