**************************
এক.
চোখ তার মেঘলোক বেদনা অপার
ঢেউ জলে খেলা চলে ভাঙে মন পাড়
জলরঙে আল্পনা চোখের উঠান
ঐ চোখে চেয়ে ঘোর কাটেনা আমার!


দুই.
মুখে কোন কথা নেই দুচোখ সরব
বুকের ভিতর তার প্রিয় অনুভব
শব্দের মালা গাঁথে প্রতিটি পলক
এ হৃদয়ে ও-চোখের চলে স্তব!


তিন.
চোখ নিয়ে কত কথা চোখ নিয়ে গান
কবি আঁকেন কাব্যে চোখের বয়ান
চোখ করে সৃষ্টি অথবা প্রলয়
সারা দিও বুঝে-শুনে চোখের আহবান!


****************************
০৩।১১।১৯১৪ খ্রিস্টাব্দ।