******************************
এক.
সুরার পেয়ালা সরিয়ে রেখে মধু দাও আজ সাকি
কেন এত তাড়া রজনী এখনো অনেক রয়েছে বাকি
সারারাত ভর বিভোর হয়ে  আকন্ঠ মধুপান -
করে ফিরব ; ভোরের পাখিরা যখন উঠিবে ডাকি।


দুই.
তোমাতেই আমি মজেছি প্রিয়া যত দাও দূরে ঠেলে
তোমার দুয়ারে ঠাঁয় দাঁড়িয়ে সকল কর্ম ফেলে
অনন্তকাল থেকে যেতে পারি প্রেমিক নির্ভেজাল
উপহার ভেবে করব গ্রহণ দিলেও হাজত -জেলে!


তিন.
তোমার রুপে বিভোর আমি মনের বদলে মন
দুজনে করি আদান-প্রদান প্রেমের আলিঙ্গন
স্বর্গের সুখ ধুলার ধরায় আনি প্রেমিক যুগল
প্রেম দুনিয়ায় অমর হব সবাই করবে স্মরণ!
★★★★★★★★★★★★★★★★★★★★★