অভিনয়ঃ


রঙ্গ মঞ্চের এই দুনিয়ায় সবাই অভিনেতা
কার চরিত্র আসল নকল কে বুঝিবে তা,
দুঃখ্য সুখের হাসিকান্না মায়ায় ভরা জীবন
শত মুখশের আড়ালে কাঁদে ভুক্তভোগী মন।


বাবা মা' শব্দদুটির জুড়ি মেলা ভার
অভিনয়ে দক্ষজুটি নেই তো কোন আর,
নিজের কষ্ট চেপে রেখে সন্তানেরে হাসায়
মুখে অন্নতুলে দিয়ে তাদের জীবন বাচায়।


বুঝতে কভু দেয়না তারা অভাব আছে ঘরে
মলিন মুখেও হাসতে জানে সন্তানেরই তরে।
বাবা নামের বটবৃক্ষ যাদের নিটক নাই
তাদের মত হতভাগা এই জনমে নাই।


পোশাক পড়ে সাধু বেসে সয়তানেরা ঘুরে
দিনে সাজে ভালো মানুষ রাতে চুরি করে,
আর এক জাতের মানুষ আছে মুখে মিষ্টি হাসি
হাসির ফাঁদে ফেলে তোমায় পড়িয়ে দেবে ফাঁসি।


উচ্চবিত্তের কিছু মানুষ ভদ্র বেসে রয়
কলম দিয়ে করে চুরি দেখা নাহি যায়,
কান্না ফেলে হাসতে শিখো এই মঞ্চে ভাই
অল্প পেয়েই তুষ্ট থাকি সুখের অভাব নাই।