বাবাঃ


সেই দিন বাবা হইছি আমি,  তুই যেদিন এলি
ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে তোকে নিয়েই খেলি,
তোর পরশে আনন্দটাই ছিল অন্য রকম
আমারও যে নতুন করে হল আর এক জনম।


নতুন জনম, নতুন স্বাদে, নতুন নামে ডাকে
তোর মা'যে তখন আমায়, তোর বাবা বলে ডাকে
কয়েক দিনে বড় হলি নামটা দিলাম মনি
আপন সবাই ডাকে এখন মনির বাবা আমি।


ধীরে ধীরে বড় হচ্ছিস ছোট্ট দুটি পায়
হাটতে গিয়ে টলকে পরিস লাগে আমার গায়
শত কষ্ট বুকে নিয়ে বাসায় যখন আসি
তোর মুখের ওই ভাঙ্গা ডাকে থাকি হাসি-খুশি।


বুকের যত কষ্ট থাকে সবি ভুলে যাই
এক দন্ড না দেখিলে শান্তি নাহি পাই
একদিন এক অসুখ হলে ডাক্তার খানায় যাই
দন্ত ব্যাথায় কাঁতর হয়ে তোর যে আরাম নাই।


চিকিৎসার ওই চেয়ার দেখে ভয়ে হুতাস তুই
জরিয়ে ধরে করুন স্বরে বলেছিলি ব্যাথা নাই
করুন তোর সেই আর্তনাদ, আজো বাজে কানে
সেই দিনেই বুঝেছি আমি, বাবা হওয়ার মানে।


সন্তান যদি কষ্ট পায় বাবা'মা যদি জানে
জীবন দিতেও দিধা নাই বাবা মায়ের মনে,
নারি ছেড়া বুকের ধন সন্তানেরা তোরা
বাবা মায়ের তুল্য আপন, নাই আর এক জোরা।