বন্ধুঃ


বন্ধু কেমন আছিস বল?
বৃক্ষছায়া তলে গল্পকরি চল।
কে কবে যাচ্ছে চলে
না ফেরার মহাকালে।।


আমি তুই এইআছি, কবে হবোনাই!
একটু বসে দুঃখ্য সুখের গল্পকরি ভাই।
স্বপনটা তো চলেগেলা, তারপরে রানা
আসাদটারও কি'যে হলো, কেউ জানলোনা।


একসাথে হইহুল্লর কত মারামারি
রাতের শেষে একসাথে রই,হইনা ছাড়াছাড়ি।
এত মায়ার বাঁধন ছেড়ে চলেগেল তারা
কত ডাক্তার ঔষধ দিয়েও হলাম বাঁধন ছাড়া।।


কমন রুমের কোনায় বসে কতকিছু করি
সুযোগ পেলে চুরিকরা প্রেম পত্রপড়ি।
কাড়াকাড়ি করে শেষে ছিড়ে হতসারা
পত্র ফেরত না পেয়ে, সাজু দিতো তাড়া।।


অতীত এখন স্বপ্নে দেখি বাস্তবতা নাই
জীবন যুদ্ধে ব্যাস্ত সবাই, কে কোথায় যাই।
নতুন কলিক বন্ধু স্বজন অনেক জনেই আছে
বাল্যকালের বন্ধুরমত কে থাকে পাশে।।


ক্ষমা করিস বন্ধুরে তুই ভুল যত আছে
শেষ সময়ের দিন গুলিতে থাকিস আমার পাশে।
আমার কোন কস্টো নাইরে তোদের আচরনে
ভালোবাসায় সিক্ত হয়েই কাঁদি অকারনে।।


বয়স এখন বেশ হয়েছে কখন চলে যাই
তোদের নিকট এই আবেদন পাশে থাকিস ভাই।
ছেলে মেয়েগুলো এতিম হবে দেখার কেহ নাই
তোরাই থাকিস বাবা হয়ে অনুরোধ করি ভাই।