ধর্ মুরগী কর্ জবাই
ছুরী চাকু আন্ কড়াই,
চামরাটা ছিলে ফেলে
কাটাকাটি শেষ হলে।


               তেল, মসলা আন্ বেগুন
                চুলোয় এবার দে আগুন,
                লবন পেয়াজ মরিচ পিশে
                ভালো করে দে মিশে।


কৈশরের বনভোজন
হুড়মুড় আয়োজন,
পোয়া করে চাল এনে
সবে মিলে একখানে।


                বাগিচার এক কোনে
                দুই, চার, ছয় জনে,
                সাজু হলো রাধুনী
                রান্নায় ভালো গুণী।


হাড়ী পাতিল ঝণঝণ
পিকনিকের গুনজন,
হই হুল্লোর করি সবে
মজা করে সবাই খাবে।


                থালা বাটি কই পাই
                কলা পাতা আন্ ভাই
                ঢেলে দে'রে পাতা ভরে
                ডাল ঠেকাই আল করে।


খানা পিনা হলো শেষ
চুলো ভেঙ্গে চাপা দিস
সেই দিন চলে গেছে
স্মৃতি গুলো মনে ভাসে।


                      ============