বরষা দুইঃ
---------💦


বরষার বারিধারা রিমিঝিমি বয়
বাদল ধারার ক্ষণে, মন ভিজিতে চায়,
ভিজিলো বৃক্ষরাজি ঘুচিলো খরা
গ্রীষ্মের তাপদাহ শীতল হইল ধরা।


কাঁঠাল পাকিয়া কাননে, সুবাস ছড়ায়
কা কা রবে কাক উড়িয়া বেড়ায়,
সুবাসিত চারিদিক মন উচাটন
ঘরের বাহির হইবো কখন।


ঘন বারিধারায় প্লাবনে ভাসিল নিখিল
বন্যায় ভাসে নদী, খাল আর বিল,
নব শিকারির দল, ধরে মাছ জাল পাতিয়া
উল্লাসে মাতিয়া উঠে সকলে দেখিয়া।


দামাল ছেলের দল, মাঠে খেলে ফুটবল
ঝুম বরিষণে মেতে উঠে কোলাহল,
চারিদিকে থৈ থৈ শ্রোত বহিয়া চলে
কাগজে গড়িয়া নাও ভাসিয়ে দেই জলে।


প্লাবনের অনেক রুপ খারাপও আছে
মাঝে মাঝে বাড়ি ঘর নিয়ে যায় ভেসে,
কষ্টে মানুষ কাঁদে নিরাশ্রয় হয়ে
হতাসায় ভোগে তারা, ফসল তুলিতে গিয়ে।