কাঠবিড়ালী, কাঠবিড়ালী নামটি হলো যার
কাঠের বিড়াল নয়কো সেযে প্রান আছে তার,
চঞ্চলা তার স্বভাব সুলভ বেজায় ব্যস্তরে
মনের সুখে ছুটে বেড়ায় বনে বাদাড়ে।


সুখ কি শুধু তোর একার, মোর কি হলো ভাই
আমায় একটু বলে দিবি কি করে সুখ পাই?
মানব কুলে জনম আমার শ্রেষ্ঠ জাতি বলে
শ্রেষ্ঠত্বের অহংকারে সুখ যে গেছে চলে।


তোদের মত হতাম যদি স্বাধীনচেতা ভাই
মনের সুখে বাস করিতাম দুঃখ্য কষ্ট নাই,
দিনেরাতে বনে বাদড়ে খেয়ে এটা সেটা
মজুদ ছাড়াই কাটিয়ে দিতাম বাকি জীবনটা।


মানুষ হয়েই জন্ম নেওয়া হলো বুঝি পাপ
নিজেরাই করি হানাহানি কেউ করিনা মাপ,
উচু, নিচু, ধনি, গরীব আমাদেরই সৃস্টি
অনাচারেই চলছে প্রমোদ দেইনা কোন দৃস্টি।


কাঠবিড়ালী কাঠবিড়ালী সুখে থাকো ভাই
অবুজ হয়েও সুখী তোরা মোদের সুখ নাই,
মানবকুল আজ ধ্বংস হচ্ছে তাদের কৃত কর্মে
শ্রেষ্ঠ হয়েই অনাচারে মেতে আছি মর্মে।
                
                 ==============