মানুষ-২
----------🗿


যখন তোমার জন্ম হলো বুঝতেনাতো কিছু
চিনতে না'তো খোদা ভগবান নবী কিংবা যিশু,
যেই গোত্রে জনম তোমার সেটাই পরিচয়
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সেই ধর্মেরই হয়।


এক এক জাতের এক এক নিয়ম ভিন্ন ভিন্ন কর্ম
মানব প্রেমের দিক্ষা যে দেয় আছে যত ধর্ম,
ধর্ম কর্ম যাহাই থাক জীবে কর সেবা
সেথায় পাবে আল্লাহ ভগবান যার ধর্মে যে'বা।


পাপ, পূর্ণ, হিসাব, নিকাশ মানুষেরই জন্য
সৎকর্মে সুফল মেলে, মানবতায় পূর্ণ,
মানুষ হলো শ্রেষ্ঠ জাতি সাড়া দুনিয়ায়
তোমার তরে কেহ যেন কষ্ট নাহি পায়।


জীবে দয়া করোরে মন, শান্তি সেথা পাবে
আদর্শ আর মানবতায় জীবন ধন্য হবে,
মানব জনম সার্থক কর নিজ কর্ম গুনে
মানব সেবায় ব্রোত কর আপন কায়ো মনে।


জমিদারী অট্রালিকা রইবে পড়ে ভবে
গুনের অভাব থাকলে তোমার সবাই ভুলে যাবে,
সৎ কর্মে সুফল মিলে সকল ধর্মেই বলে
কর্মগুনে বেহেস্ত দোযখ জুটবে পরকালে।


অহমিকা খবরদারি ছেড়ে মানুষ হও
সবার চেয়ে মানুষ শ্রেষ্ঠ সেই পরিচয় দেও,
গরীব, মিসকিন তারাও মানুষ জগত এ সংসারে
মানব শ্রেষ্ঠ কর্মগুনে থাকিওনা আঁধারে।


----- ✒️এ হক বাবু।