মানুষঃ (এক)


মানুষ, মানুষ, মানুষ সবে
হাত কান মুখ আছে সবে,
তবুও মানুষ যায় কি চেনা?
একেক রুপে একেক জনা।


বহুরুপি মানুষ বেসে
হিংশ্র কোমল সবেই আছে,
সভ্যতা আর বিবর্তনে
মনুষ্যত্ব বোধ যাচ্ছে কমে।


এক সমাজের মানুষ সবাই
করছে কেহ ক্ষমতার বড়াই,
ক্ষমতা আর কৌশলে
অন্যের হক খাচ্ছে গিলে।


কেহ আবার ভিক্ষে করে
অন্ন দিচ্ছে ভূখার ঘরে,
মানুষ চেনা বড় দায়
কোন মানুষে কি হয়।


চোর ডাকাত মানুষেই হয়
মানবতার হচ্ছে ক্ষয়,
মুখোশধারী মানুষ আবার
কেড়ে নিচ্ছে অন্যের খাবার।


মঞ্চে উঠে বক্তৃতায়
মিষ্টি মিষ্টি কথা কয়,
তিনিই নাকি সবার নেতা
সুযোগ বুঝে বেচে মাথা।


পশুপাখি বনের মাঝে
বন্যতাই তাদের সাঝে,
মিলেমিশে নিজের জাতে
এক সাথে রয় আপনাতে।


মানুষ আর মানুষ নাই
মানবতার অভাব তাই,
ভেবে দেখ মানুষ ভাই
জগত শ্রেষ্ঠ তোমরাই।


শ্রেষ্ঠত্ব রক্ষা কর
মানব পশু বিভেদ কর,
মানবতায় যদি পশুত্ব রয়
মানুষ কেমনে শ্রেষ্ঠ হয়?


------- ✒️এ হক বাবু🌿