পিছিয়ে পরা মানুষঃ


পিছিয়ে পরা মানুষ আমি, আমার মূল্য নাই
সমাজ আমার নেয়'না খবর, আমি গরীব তাই।
বড়লোক, ধনী, ভাই ব্রাদার আছে অনেক জনে
তাদের খাতায় নেই তো নাম, রাখেনা কেউ মনে।


প্রয়োজনে খুঁজে মোরে তাহার পরে নাই
ওদের নাকি উচু সমাজ, চিনেনা কোন ভাই,
অতি সাধারন পোশাক আমার দামি কিছুই নাই
অবহেলায় কাটছে জীবন মূল্য নাহি পাই।


টাকায় বাড়ে মান সম্মান, টাকায় মহাজন
বিনে টাকার মূল্য যে নাই, নেইতো আয়োজন,
শিক্ষা দীক্ষার কদর কি'রে, টাকায় সব হয়
থাকলে টাকা চোরের ঘরে, সমাজপতি হয়।


গরীব দুঃখী কত মানুষ এই সমাজে আছে
তাঁরাও মানুষ, তাদের শ্রমে বিত্তবানরা বাঁচে,
শ্রমিক ভিজে শ্রমের ঘামে, মূল্য তাদের দেও
শ্রমিকেরা না বাঁচলে বিত্ত কোথা পাও?


গরীব হলেও আমরাও মানুষ, মানুষ ভেবো ভাই
এই দেশরই মানুষ মোরা সম্মান যেন পাই,
দেশের তরে আমরাও লড়ি রক্ত করে পানি
দেশোদ্ধারে  সবার আগে জীবন দিতে জানি।