বরষাঃ


বরষার সন্ধ্যা নামে ঝিরি ঝিরি গগণে
বৃষ্টি ভেজা চারিদিকে, চেয়ে থাকি আনমনে,
থৈ থৈ পানি আর ঘ্যাঙর ঘ্যাঙর ব্যঙ ডাকে
কদমের সুবাসে, ঘরে কি আর মন থাকে?


সজিব হইল গাছের পাতা, সতেজ হয় ভূমি
সন্ধ্যামালতি ফুটে সুবাসিত কামিনী ,
নতুন পানিতে মাছেরা করে মাতামাতি
কই, সিং, মাগুর উজান বয়ে চলে দিবারাতি।


ডোবা নালা ভরপুর, নতুন পানিতে করে থৈ থৈ
ছেলে বুড়ো ধরে মাছ, জাল, খোলই গেল কই,
বরিষনের ধারা বহে অবিরত দিবারাতি
আকাশ কাপিয়া মেঘ গর্জনে উঠে মাতি।


ঝাঁপি মাথায় চলে কৃষক, নরম জমির চাষে
বুনিবে নতুন ধান আমোদিত উল্লাসে,
ডানা ভেজা পাখীরা উড়ে যায় আকাশে
খাবারের সন্ধানে আহারের অভিলাসে।


বরষায় ফোটে ফুল কদম, কামিনী, বকুল,
সুগন্ধ ছড়িয়ে দেয় হৃদয় করে ব্যাকুল
দোপাটি, দোলনচাপা, সন্ধ্যামালতি আর শাপলা
নার্গিসের রুপে কেমনে থাকি, ঘরেতে একেলা।
               ========