সেকাল আর একালঃ


দাড়িমুখে বেড়ায় এখন পিচ্চি ছোকড়া ছেলে
এটাই নাকি যুগের ফ্যাশন জিজ্ঞেসিলে বলে,
আমাদেরও সময়ছিল স্কুল কলেজ পড়ি
সেফ করে পরিপাটি চলাফেরা করি।


মুরুব্বী আর গুরুজন সামনে এলে পরে
লেজ গুটিয়ে পালিয়ে যেতাম শাসনেরি ডরে,
এ যুগের ছেলেমেয়েরা চলে বেপরোয়া হয়ে
মুরুব্বীরাই এরিয়ে চলে মানসম্মানের ভয়ে।


সেকাল আর একাল উল্টাপাল্টা গোলমাল
যুগ এসেছে কলিকাল নামহলো তার ডিজিটাল,
আমাদের সময় ছিল চিঠি লেখালেখি
ভালমন্ধ খবরাখবর  যে যেখানেই থাকি।


এখন সময় ইন্টারনেটের কেহই দুরেনাই
দিনদুনিয়ার যত খবর এক সেকেন্ডে পাই,
হাতের মুঠোয় বিশ্বদেখি মোবাইলফোনে ভাই
ঘড়ি, ক্যামেরা কতকিছু একখানেতেই পাই।


নতুন ফ্যাশন করতে গিয়ে বিপথগামী হয়
অধিক মর্ডান হতেগিয়ে নস্টজীবন পায়,
যেদিন থেকে মুরুব্বিদের শাসন গেছে চলে
সেদিন থেকেই ছেলেমেয়েরা যাচ্ছে রসাতলে।